তালা উপজেলার একাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে তালার উত্তরণ প্রশিক্ষন সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উত্তরণের সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। জলাবদ্ধতার ভয়াবহতা তুরে ধরে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির।
এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, আব্দুল হালিম, অধ্যাপক মোশারফ হোসেন, হাশেম আলী মেম্বর, শিক্ষক মোশারফ হোসেন, মতিয়ার রহমান, জোয়াদ্দার ফারুক হোসেন, মুস্তাফিজুর রহমান রেন্টু, আব্দুল গফ্ফার ও সিয়াব সরদার প্রমুখ।
সভায় তালা উপজেলার জাতপুর, ডাঙ্গানলতা, আলাদীপুর, পাঁচরোখী, সুভাষিণী, শিরাশুনি, লাউতাড়া, হাতবাস ও নওয়াপাড়া এলাকাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি নিস্কাশনে জরুরী ভিত্তিকে করনীয় বিষয়ে আলোচনা হয় এবং উত্তরণ এর পক্ষ থেকে পানি নিস্কাশনের জন্য খাল সংস্কার এবং নেট-পাটা অপসারনের জন্য আর্থিক ও সার্বিক সহযোগীতা প্রদানের ঘোষনা দেয়া হয়। সভায়- জলাবদ্ধ এলাকার ভুক্তভোগী মানুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।