বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেশরার শাহপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ৫, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

অবিরাম বর্ষায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা অসহনীয় জনদুর্ভোগ ও মানবিক বিপর্যয়ে পড়েছে তালা উপজেলার খেশরা ইউনিয়ন।
ফসলের মাঠ, মাছের ঘের, খাল-বিল, লোকালয় সবই পানিতে একাকার। শোয়ার ঘর, রান্নাঘর ও গোয়ালঘরে পানি। জীবন বাঁচানোর মতো খাওয়া-দাওয়াটুকুও তাদের নেই।


শাহপুর গ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য পরিবার আশ্রয় নিয়েছে। তবে সরকারি ও বাইরের ত্রাণ এখনও পৌঁছায়নি, তাছাড়া গ্রামের প্রায় সবাই ক্ষতিগ্রস্থ হওয়ায় সহযোগিতা করার কেউ নেই। এমন অবস্থায় বন্যার্তদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন স্থানীয় কতিপয় ব্যক্তি।
শুক্রবার ৪ অক্টোবর ত্রাণ দিয়েছেন একই গ্রামের খান মাসুদুর রহমান, এস, এম আকবর ও মাওলানা আব্দুস সবুর খান। তারা মোট ৩৫ টি পরিবারকে ৫ কেজি করে চাউল, ২ কেজি আলু, দেড় কেজি ডাল এবং ২টি করে স্যালাইন বিতরণ করেছেন।
স্থানীয় ইউপি মেম্বর শামসুল হুদা পলটু জানান, ইউনিয়নে এখনও সরকারি ত্রাণের দেখা মেলেনি, তাই বন্যার্তদের দুর্দশা লাঘবে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।