অবিরাম বর্ষায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা অসহনীয় জনদুর্ভোগ ও মানবিক বিপর্যয়ে পড়েছে তালা উপজেলার খেশরা ইউনিয়ন।
ফসলের মাঠ, মাছের ঘের, খাল-বিল, লোকালয় সবই পানিতে একাকার। শোয়ার ঘর, রান্নাঘর ও গোয়ালঘরে পানি। জীবন বাঁচানোর মতো খাওয়া-দাওয়াটুকুও তাদের নেই।
শাহপুর গ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য পরিবার আশ্রয় নিয়েছে। তবে সরকারি ও বাইরের ত্রাণ এখনও পৌঁছায়নি, তাছাড়া গ্রামের প্রায় সবাই ক্ষতিগ্রস্থ হওয়ায় সহযোগিতা করার কেউ নেই। এমন অবস্থায় বন্যার্তদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন স্থানীয় কতিপয় ব্যক্তি।
শুক্রবার ৪ অক্টোবর ত্রাণ দিয়েছেন একই গ্রামের খান মাসুদুর রহমান, এস, এম আকবর ও মাওলানা আব্দুস সবুর খান। তারা মোট ৩৫ টি পরিবারকে ৫ কেজি করে চাউল, ২ কেজি আলু, দেড় কেজি ডাল এবং ২টি করে স্যালাইন বিতরণ করেছেন।
স্থানীয় ইউপি মেম্বর শামসুল হুদা পলটু জানান, ইউনিয়নে এখনও সরকারি ত্রাণের দেখা মেলেনি, তাই বন্যার্তদের দুর্দশা লাঘবে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।