বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় এমএ কাশেমের মৃত্যুবার্ষিকী পালিত

খবর প্রতিবেদন।।
অক্টোবর ৩০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত এম.এ. কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অত্র কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ অক্টোবর) সকালে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম।

শিক্ষক গাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যাপক নন্দী দীপংকর, অধ্যাপক আবুল হাসান, অধ্যাপক নিলুফা ইয়াসমিন, অধ্যাপক তরুন কুমার, সহযোগী অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন প্রমুখ।

এ সময় প্রয়াত এমএ কাশেমের স্ত্রী-সন্তানসহ স্বজনরা, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।