# শুক্রবার রাস পূর্নিমা,শনিবার পুণ্যস্নান
সুন্দরবনের দুবলার চরে প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠছে রাস উৎসব। আগামীকাল শুক্রবার রাস পূর্নিমার তিথিতে পূজা ও শনিবার পুণ্যস্নানের মাধ্যমে শেষ হবে রাস পূর্নিমার আনুষ্ঠানিক কার্যক্রম। কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী এবছরও যোগ দিবেন রাস উৎসবে এমনটাই ধারনা বন বিভাগের। কয়ক হাজার ট্রলার ইতোমধ্যে সুন্দরবনে প্রবেশের অনুমতি নিয়ে দুলবার চরে কাছাকাছি পৌঁছে গেছে। রাস উৎসবে আগত মানুষকে নিরাপত্তা দিতে বাংলাদেশ নৌ বাহিনী, কোষ্টগার্ড,বন বিভাগ,ট্যুরিস্ট পুলিশ টহল জোরদার করেছে। ১৩ নভেম্বর গভীর রাত ১২ টার পর (১৪ নভেম্বর) থেকে পূর্ণ্যার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া শুরু হয়েছে। ১৬ নভেম্বর রাত পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে। এরপর এই অনুমোদনে কেউ সুন্দরবনে থাকতে পারবে না।
এবছর রাসপূর্ণিমার পূজা ও পূণ্যস্নানে যাত্রীদের জন্য ৫ টি রুট নির্ধারন করে দিয়েছে বন বিভাগ। দুবলার চরে আসতে সকল যাত্রীকে এই ৫ রুট ব্যবহার করতে হবে। অন্য কোন রুট দিয়ে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে।
১৪ নভেম্বর ভোর রাতে অনুমোদন হাতে পেয়ে দুবলার চরে চলে আসা পূণ্যার্থী ও ভ্রমণ পিপাসুদের অধিকাংশই অনেকটাই অলস সময় কাটাচ্ছেন। কেউ কেউ আবার নদীতে বরশী বা খেওলা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। কেউ বা আবার সংঘবদ্ধ হয়ে ফুটবল নিয়ে নেমে পড়েছে ভাটায় জেগে ওঠা বালুর চরে।
অন্যদিকে রাস উৎসবে আগত জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে টইল জোরদার করেছে বাংলাদেশ নৌ বাহিনী,কোষ্টগার্ড,টুরিস্ট পুলিশ ও বন বিভাগ। কিছু সময় পরপর দুবলার চর সহ আশাপাশের খাল গুলোতে টহল বোর্ড নিয়ে চলাচল করতে যাচ্ছে। এসময় তাদেরকে মাইকিং করে ট্রলারে অবস্থান করা জনসাধারণকে বিভিন্ন ধরনের সর্তক বার্তা দেওয়া হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বী বাদে এবছর রাস উৎসব মুসলিম সম্প্রদায়ের (কিছু ব্যাতিক্রম ব্যাতিত) প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরও গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত হবেন বলে আশা করছেন বন বিভাগ।
রাস মেলায় উপস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঢাংমারী ফরেস্ট স্টেশনের এস.ও মোহসীন আলী প্রতিবেদককে বলেন- এবছর অনুমতি চেয়ে আবেদন জমা পড়েছে তা গত বছরের তুলনায় অনেক বেশি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন- কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। তাছাড়া আমাদের সাথে অন্যানো বাহিনীর সদস্যরাও নিরাপত্তা বিধানে কাজ করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।