মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

খবর প্রতিবেদক :
নভেম্বর ১৯, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাফর মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তালা উপজেলা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাফর মোড়ল পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের জবেদ আলী মোড়লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফর মোড়ল সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে সাইকেলে চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তাপার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।