জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা (জাসাস) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের এম,এ রহমান আহবায়ক ও আসাদুজ্জামান গাজীকে সদস্য সচিব করে ৮৬ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে।
বুধবার (২০ নভেম্বর) রাতে জাসাসের তালা উপজেলা আহবায়ক মোঃ ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আলামীন ও সদস্য সচিব রাসেল বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সিনিয়র আহবায়ক আঃ কুদ্দুস মোড়ল, যুগ্ন-আহবায়ক মনির খাঁ, জেএম হাবিব, সেলিম সরদার, জাকারিয়া, হাফিজুর রহমান, তুহিন শেখ, সবুজ গাজী, ইউনুস মোড়ল, আব্দুল্যাহ শেখ, শাহাদাত মোল্যা, রেজাউল মোড়ল, আনিচুর রহমান মোল্যা, মতিয়ার রহমান ড্রাইভার, রিয়াজ শেখ, লিটন সরদার, রফিকুল সরদার, রাসেল শেখ, রিপন মোড়ল, খলিল মোড়ল, ইমান আলী গাজী, জাহাঙ্গীর শেখ, বাপ্পী মন্ডল, হযরত সরদার, কাদের জোয়াদ্দার, আসাদুজ্জামান গাজী, সদস্য তরিকুল ইসলাম মোড়ল, ফজর মোড়ল, রফিকুল সরদার, সজিব সরদার, কামরুল ইসলাম শেখ, মোসলেম গাজী, আমিনুর ইসলাম, মিলন মোল্যা, আলামিন গাজী, জুলফিক্কার মোল্যা, কামরুল গাজী, হায়দার দপ্তরী, দিদার গাজী, মাসুম গাজী, পলাশ মন্ডল, খায়রুল মোল্যা, সাজ্জাত মোড়ল, শাহিনুর গাজী, সিদ্দিক শেখ, কামাল জোয়াদ্দার, সাইদুর সরদার, ফাহিম শেখ, মোস্তাফিস শেখ, নাইম ইসলাম ড্রাইভার, জাকির জোয়াদ্দার, জাহিদুল শেখ, রাহাত শেখ, নাজমুল ইসলাম মোড়ল, রিয়াদ মোড়ল, নাজমুল মোড়ল, হাসান মোড়ল, আরাফাত শেখ, জাকিবুল শেখ, বাবু বিধান চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় আঢ্য, সীমান্ত সরদার, মজাহিদ শেখ, হাসান খাঁ, রায়হান মোল্যা, হায়দার আলী গাজী, সবুজ শেখ, রুবেল সরদার, রাশিদুল মোড়ল, ইমরান সানা, আলামীন শেখ, রাশেদুল সরদার, রাশেদ সরদার, জনি গাজী, আব্দুল লতিফ মোড়ল, ফরিদ হোসেন, ফিরোজ শেখ, শামীম সরদার, সবুজ শেখ, রেজাউল গাজী, আলামীন মোড়ল, সবুজ জোয়াদ্দার, আব্দুল্যা শেখ, হাকিম মোড়ল, সবুজ মোড়ল।