সাতক্ষীরার তালায় বিদ্যুৎসস্পৃষ্টে প্রাণ গেলো এক বছর বয়ষী শিশু জয়নব খাতুনের। সে উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের কন্যা। এ সময় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল খাতুন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাসহ শিশু জয়নব।
জুয়েল মোড়ল জানান, দুপুরে সাড়ে ১২ টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। এক পর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তার স্ত্রী। ওই সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় একইসাথে দ’ুজনই বিদ্যুৎ শক পায়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসাক ডাঃ রায়হান ইসলাম শিশুকন্যা জয়নাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জুয়েল মোড়লের স্ত্রী এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। এদিকে বিদ্যুৎসস্পৃষ্টে মা-মেয়ে হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।