বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা বাজার বণিক সমিতির ১২ জন সদস্যর একযোগে পদত্যাগ!

কামাল হোসেন।
জানুয়ারি ৬, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি সহ ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
সোমবার (৬ জানুয়ারী) সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এর আগে সভাপতি কাজী গাওসুল আজম মারুফ ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সরদার কবির আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল হামিদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ দ্বীন বন্ধু দাশ, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল্লাহ, প্রচার সম্পাদক সাইদ স¤্রাট, নিরাপত্তা বিষয়ক সম্পাদক সাকা পাড়, সদস্য কাজী কামেল, ইউনুচ মোড়ল ও মহিদুল মহলদার।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, পদত্যাগ হাতে পেয়েছি, কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
##

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।