সাতক্ষীরার তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি সহ ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
সোমবার (৬ জানুয়ারী) সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এর আগে সভাপতি কাজী গাওসুল আজম মারুফ ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সরদার কবির আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল হামিদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ দ্বীন বন্ধু দাশ, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল্লাহ, প্রচার সম্পাদক সাইদ স¤্রাট, নিরাপত্তা বিষয়ক সম্পাদক সাকা পাড়, সদস্য কাজী কামেল, ইউনুচ মোড়ল ও মহিদুল মহলদার।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, পদত্যাগ হাতে পেয়েছি, কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
##