সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক।।
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক যুগেরবার্তা, ভয়েজ অফ টাইগার সহ কয়েকটি স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে তালায় জমি নিয়ে বিরোধে হত্যার হুমকি শিরনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। স্থানীয় সাংবাদিকদের ভূল তথ্য প্রদান করে একটি কুচক্রীমহল আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুন্ন করতে এ সংবাদ প্রচার করিয়েছেন। প্রকৃত ঘটনা হলো, দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি মৌখিক এওয়াজ বদল করে মাছ চাষ করে আসছি। এবছরও আমাদের দখলীয় ঘের চাষাবাদ করার জন্য ভেড়ীবাধ দেয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ এসে বাঁধা দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমরা তাদের শান্ত হয়ে আলোচনায় বসার অনুরোধ জানালে তারা না শুনে তালা থানায় একটি অভিযোগ করে। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনীত
শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল,
পিতাঃ মৃত্যু নরে
ন্দ্রনাথ মন্ডল,
গ্রামঃ কাটবুনিয়া,
উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।