তালায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে যুব জামায়াতের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাক বাংলা চত্বরে এসে শেষ হয়।
মোস্তাফিজুর রহমান রেন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলারোয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ। সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল হক , কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইাসলাম, খলিলনগর ইউনিয়ন যুব জমাতের সভাপতি আনোয়ার হোসেন , খলিলনগর ইউনিয়ন আমীর মোঃ আকবর হোসেন প্রমূখ।
আলোচনা সভায় প্রধান বক্তা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতা তাদের নিজেদের জাতিসত্তা ও নিজস্ব ভাষা কে প্রতিষ্টিত করার জন্য শহীদ হয়েছিলো। সালাম রফিক শফিক আবুল বরকত সহ নাম না জানা আরো অনেকে রক্ত দিয়েছিলো তার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা । সেকারণে আমাদেরকে একদিকে যেমন ভাষার প্রতি যত্নবান হতে হবে , অপর দিকে এই ভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছিলো তাদের আত্নার মাগফেরাত কামনা করেন