শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু : প্রভা

Salim Hayder
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক ::

দীর্ঘদিন একসঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ করেছেন অভিনেতা সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা মনোজ প্রামাণিক। যে কারণে একাধিকবার তাদের প্রেম-সম্পর্কের গুঞ্জন উড়ে বেড়িয়েছে শোবিজমহলে।

কোনো নাটকে তারা ছিলেন প্রেমিক-প্রেমিকা। আবার কোনো নাটকে ছিলেন স্বামী-স্ত্রী। বাস্তব জীবনেও কি তাদের মাঝে এমন কোনো সম্পর্ক ছিল?

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল, যে আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।

সাক্ষাৎকারে প্রভা বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল। কিছু মিথ্যা। তবে আমি যেসব জোড় গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।

আবারও সাংবাদিকদের উপর ক্ষেপলেন প্রভা

অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দু’জনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি।

শাকিব খানের ভক্ত হয়ে গেছি : প্রভা

যা ক্ষতি হওয়ার হয়েছে, আমি সেরে উঠেছি : প্রভা
আন্দোলনকে ঘিরে যাদের ‘কাপুরুষ’ বললেন প্রভা
আমি আর কাঁদতে চাই না : প্রভা
সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’

প্রভা আরও বলেন, ‘প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।