রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জাতীয় ভোটার দিবস পালিত

এস এম মোতাহিরুল হক শাহিন
মার্চ ২, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগান কে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১০ টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদিক বিন জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মোকবুল হোসেন, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এনজিও কর্মী মীর জিল্লুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার, কে এম শাহীনুর রহমান, এস এম মোতাহিরুল হক শাহিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।