রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক।।
মার্চ ৯, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯তারিখ) সকাল ৯ টায় তালা সরকারি কলেজ প্রাঙ্গনে তালার ৫টি ইউনিয়নের ৭০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, ইফতার সামগ্রী হিসেবে প্রতি বস্তায় ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল ও মসুরের ডাল দেয়া হয়েছে।

ইমরান রাব্বির সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

এসময় আরও বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিশিয়াল প্রতিনিধি সোয়াইব হোসেন, তালা উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, তালা কাসেমুল উলুম মাদ্রাসার মুফতি আইয়ুব আলী সিদ্দিকী।

ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত অতিথিবৃন্দ ও উপকারভোগীরা তালাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা কার্যক্রমকে স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।