শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জামায়াত ইসলামির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

এস এম মোতাহিরুল হক শাহিন।
এপ্রিল ৮, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮ টায় তালা সরকারী বি দে হাইস্কুল মাঠ হতে বিক্ষোভ মিছিলটি তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী সভাপতিত্বে ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এর সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তালা উপজেলা সভাপতি জামালুল বান্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাজার গণহত্যা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না। গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন, নারী শিশুসহ নিরীহ মানুষদের নির্বাচনে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁডতে হবে ।

তারা বলেন, জাতিসংঘ সহ সকল মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। বিশ্ব মুসলমানদের এক হয়ে ইসলামী জাতিসংঘ তৈরী করতে হবে। বিশ্বের সকল মুসলমানদের এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তারা।

উপজেলা যুব জামায়াতের মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, তালা ইউনিয়নের আমির মোঃ মুজিবুর রহমান, যুব জামাত নেতা আনোয়ার হোসেন, মোঃ জাকারিয়া, তালা সদর ওয়ার্ডের সভাপতি এডভোকেট মশিউর রহমান সহ শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।