‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপ-শহরে তালা উপজেলা স্কাউটস্ এর উদ্যোগে র্যালি বের হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা স্কাউটস্ এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা স্কাউটস্ এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপজেলা স্কাউটস্ এর সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি রেহেনা আক্তার, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, গ্রুপ সভাপতি শেখ ফরিদ উদ্দীন,অজয় কুমার মন্ডল ও কমিশনার মো.আমিনুর রহমান, স্কাউটস্ নেতা স্বপন কুমার মিত্র, শেখ ওলিউল ইসলাম, মুমতাহিনা মুক্তি, কুহেলী নাসরিন, নাজনীন আক্তার তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।