শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

কামাল হোসেন।
এপ্রিল ৮, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপ-শহরে তালা উপজেলা স্কাউটস্ এর উদ্যোগে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা স্কাউটস্ এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা স্কাউটস্ এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপজেলা স্কাউটস্ এর সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি রেহেনা আক্তার, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, গ্রুপ সভাপতি শেখ ফরিদ উদ্দীন,অজয় কুমার মন্ডল ও কমিশনার মো.আমিনুর রহমান, স্কাউটস্ নেতা স্বপন কুমার মিত্র, শেখ ওলিউল ইসলাম, মুমতাহিনা মুক্তি, কুহেলী নাসরিন, নাজনীন আক্তার তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।