শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে ভূয়া ভিডিও ভাইরালের অভিযোগ!

কামাল হোসেন :
এপ্রিল ১০, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ মোড়লের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে সামাজিক যোগাগোগ মাধ্যমে এডিট করা ভূয়া ভিডিও ভাই করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বখাটে যুবক, এলাকার চিহ্নিত চোর, ছিনাতাইকারী ও মাদক ব্যবসায়ী মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে আবু সাইদ সরদারের বিরুদ্ধে। এবিষয়ে তালা থানায় সোহাগ মোড়ল বাদী হয়ে বৃহস্পতিবার ( ১০ এপ্রিল ) একটি সাধারণ ডায়রী করেছেন। যার নং-৩৮৬।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, তালা উপজেলার মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মোড়ল ২০২২ সালে সতক্ষীরায় দলীয় কর্মসূচী শেষ করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত আওয়ামীলীগ কর্মী আবু সাইদ ও তার সহযোগী চাঁদকাটি গ্রামের রবিউল গাজীর রবির ছেলে আলম গাজী মাটি ও একই গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে শহিদ মোড়ল পূর্ব পরিকল্পিত ভাবে আবু সাইদের ভাইরাভাই উপজেলার কলাপোতা গ্রামের কাদের মোড়লের ছেলে হান্নান মোড়লের বাড়িতে নিয়ে যায়। এসময় বসতঘরে তাকে বসিয়ে একটি অপরিচিত মেয়েকে ঢুকিয়ে দেয়। সোহাগ মোড়ল কোনো কিছু বুঝে উঠার আগেই এলাকার লোকজন ডেকে সাংবাদিকদের দিয়ে নিউজ করানোর ভয় দেখায় এবং মারধর শুরু করে। এসময় হত্যার হুমকি দিয়ে ঐ মেয়ের সাথে ছবি তুলতে বাধ্য করে। এসময় তারা মোবাইলে ভিডিও করে রাখে। এই ছবি ও ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বøাক মেইল করে বিভিন্ন সময়ে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।
মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মোড়ল বলেন, আমি হাইস্কুলে পড়া কালিন সময় থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এবং আমার দলীয় পদ থেকে সরানোর জন্য এই চক্রটি উঠে পড়ে লাগে। কোনো ভাবে আমাকে আটকাতে না পেরে প্রতারণার ফাঁদ পাতে তারা। এই সাইদ এলাকায় বিভিন্ন সময় স্কুল কলেজে পড়–য়া মেয়েদের উত্তক্ত করে। সে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরির সাথে জড়িত। কিছুদিন পূর্বে একটি ছিনতায়ের ঘটনায় এলাকাবাসি তাকে ধরে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছিলো। এই ঘটনায় সে জেলখানা থেকে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আমার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। সে মাগুরা ইউনিয়ন বিএনপি সহ একাধিক ভূয়া আইডি খুলে ২০২২ সালের করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিকার চেয়ে তালা থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি এই ঘটনার তদন্ত পূর্বক সঠিক ঘটনা উৎঘাটনের জন্য প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।