তালা উপজেলার জালালপুর ইউনিয়নে বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকালে জেঠুয়া বিলে এদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক এমপি পত্নী অ্যাডভোকেট শাহানারা বকুল, উপজেলা বিএনপি’র সভাপতি মিনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী করেন।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা উপজেলার মানুষ আমাকে ভালবাসে, বিশেষ করে জালালপুর ইউনিয়নের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এই জনপদের ব্রিজ হবে, উন্নয়ন হবে। তালার শান্তি প্রিয় মানুষ শান্তিতে আছে, কেউ এখানে বিশৃঙ্খলা করবেন না।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                