বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “শহীদ ও আহত সেল”-এর খুলনা বিভাগের সহ-সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন রাকিবুল ইসলাম।
তিনি সোমবার (৩ নভেম্বর) সংগঠনের সাংগঠনিক সম্পাদক বরাবর দাখিল করা এক লিখিত পত্রে নিজের পদত্যাগের ঘোষণা দেন। পত্রে তিনি উল্লেখ করেন, গত ২ মাস ১৭ দিন ধরে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন, কিন্তু ব্যক্তিগত সমস্যা ও স্বেচ্ছায় তিনি সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।

রাকিবুল ইসলাম আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই থাকবে। আমি সর্বদা শহীদ পরিবার ও আহতদের পাশে থাকব। দায়িত্ব পালনের সময় যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত।
তিনি সংগঠনের সহযোদ্ধাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে নিজের পদত্যাগপত্রে স্বাক্ষর করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
