বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতক্ষীরা তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকালে কানাইয়া স্কুল মাঠে জালালপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
জালালপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহারাব হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, এবং তালা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শিরানা খাতুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন,
কেউ কেউ ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করতে চায়। আগামী সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে জালালপুর ইউনিয়নবাসীর প্রাণের দাবি—কানাইয়া-কপিলমুনি ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করব।
