সাতক্ষীরার তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ‘আলো প্রকল্প’-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এবং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার দুর্যোগ পরিস্থিতি, ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
