বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণ মিছিল

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :
নভেম্বর ৬, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষে গন মিছিল অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

গণমিছিল শেষে কালীগঞ্জের ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় সাতক্ষীরার ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজি আলাউদ্দিন বলেন, এমন অনেক নেতা আছে যারা ঈদে বাড়ি আসেন না, যারা জনগণের খোঁজখবর নেন না। আন্দোলন সংগ্রামেও অংশগ্রহণ করেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতা কর্মীদের ছেড়ে যায়নি। আমি একজন রাজপথের যোদ্ধা। যে কারণে জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটিকে জনাব তারেক রহমানকে উপহার দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।