বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা উপজেলার বাউখোলা বয়স্ক সংঘের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাউখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শেখ আলাউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। প্রধান অতিথি মফিদুল হক লিটু তার বক্তব্যে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে তালা-কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা ভালো থাকবেন — আপনাদের ভালো রাখার দায়িত্ব আমার, হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির সকল নেতা-কর্মীর।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান আনিস, সাংবাদিক ও যুবনেতা জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন শেখ, ৫ নম্বর ওয়ার্ডের পিপি সদস্য মো. আব্দুস সোবহান মোড়ল, বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সমাজসেবক শেখ আতাউর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আশরাফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরদার।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক হাফিজা বেগম, যুগ্ম আহ্বায়ক সুমা বেগম এবং উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ফারুক হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
