আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এনজিও বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়াউর রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মোড়ল জিয়াউর রহমান সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, মোড়ল জিয়াউর রহমান তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ভাইপো এবং একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এনজিও বিষয়ক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
