সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর (শনিবার) সকালে তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।
তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন মিত্রের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান, সাইদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমান, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, তালা অফিসের উপজেলা ব্যবস্থাপক মোঃ রেজোয়ান হোসেন প্রমুখ।
এ সময় প্রয়াত প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনের স্ত্রী-পুত্রের হাতে কালব্ মিউচ্যুয়াল এইড সার্ভিসেস এর বেনিফিট বাবদ ৮৯ হাজার ৩শত টাকা তুলে দেয়া হয়। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
