বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারী সমাবেশ ও জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি :
ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নারী সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের করণীয়, আচরণবিধি মেনে চলা, শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান এবং নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য শংকার, ইতি আক্তার প্রমূখ ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নারী সমাজের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ভোটারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।