বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি।।
জানুয়ারি ২, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী ছাত্রদল থানা ও সরকারি কলেজ কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস কে ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী ও সদস্য সচিব কামরুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম, ছাত্রনেতা মনিরুল ইসলাম, সোহাগ হোসেন, নাইমুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, আবু জাফর, সিদ্দিকুর রহমান, রিপন খান, কাইয়ুম হোসেনসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।