মঙ্গলবার উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির সভা উক্ত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-আমিন, তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহিনুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,অগ্রগতি সংস্থার সমন্বয়কারী মো. মামুনুর রহমান প্রমুখ। সভায় সভাপতি তথ্য অধিকার সর্ম্পকে সাংবাদিকদের নিয়ে ওয়ারিয়েন্টশন অগ্রগতি সংস্থার প্রতি আহব্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।