শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :
ডিসেম্বর ২৯, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন তালা-কলারোয়া প্রধান সংগঠক সালাহউদ্দীন বাদশা।
বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জাতীয় নাগরিক কমিটির সংগঠন মেজবা কামাল মুন্না।
অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সংগঠক ইলিয়াস হোসেন, শাহরিয়ার আল মুজাহিদ, প্রফেসর এস এম রজব আলী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, শাহ জালাল আহমেদ রুমি, মির্জা সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ সোলাইমান,আবু বক্কর। জাতীয় নাগরিক কমিটির তালা প্রতিনিধি এহতেশান, সালাউদ্দিন, নাজমুল কবির প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এস. এম ইসমাইল হোসেন। নাগরিক কমিটির লক্ষ্য ও গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন বক্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।