রবিবার সকালে নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয় নসংস্থা ‘উত্তরণ’ কর্তৃক বাস্তবায়িত Emergency Assistance to the Flood Affected Population in Noakhali District প্রকল্পের লেসন লার্ণিং শেয়ারিং এন্ড এক্সিট মিটিং উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এবং সিডা প্রকল্পে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উত্তরণ’ নোয়াখালী এলাকায় বন্যার্তদের সাহায্যে যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবী রাখে। মানবিক সহায়তা প্রদানে উত্তরণ ডিআরসি’র সহায়তায় যেভাবে এগিয়ে এসেছে সেটা ছিল সময়োপযোগী। প্রকল্পের আওতায় যে সকল উপকারভোগী নির্বাচন করা হয়েছে তারা সত্যিকার অর্থে সহায়তা পাবার যোগ্য বলে সকলে অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, যে প্রশাসন এবং জনমানুষের সাথে উত্তরণ যে সমন্বয় করেছে তা প্রশংসনীয়। জেলা প্রশাসনের মনিটরিং অনুযায়ী তাদেও কাজ সম্পকের্ ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। উত্তরণের সহায়তা অব্যাহত রাখার জন্য ডিআরসি’কে অনুরোধ জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, উপকারভোগী বাছাইয়ে প্রশাসনের সাথে সমন্বয় বিভিন্ন ধরণের জটিলতা এবং দ্বৈততা পরিহার সম্ভব। তিনি এলাকায় ঘরবাড়ী মেরামত ও তৈরি, ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা, কাজের বিনিময়ে অর্থ ইত্যাদি কাজ করার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমা বিনতে আমিন, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মীরা রাণী দাস, অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট মোঃ ইয়াসিন, ডিআরআরও মাসুদুর রহমান, জেলা ট্রেনিং অফিসার, ডি.এ.ই মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় উত্তরণের সমন্বয়কারী ফাতিমা হালিমা আহমেদ নোয়াখালীতে ‘উত্তরণ’ এর চলমান প্রকল্প সমহের বর্ণনা দেন এবং সহযোগিতার জন্য ডিআরসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উত্তরণ ও ডিআরসি’র প্রকল্পসহ অন্যান্য প্রকল্পে সহযোগিতার জন্য নোয়াখালী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকারসহ জনসাধারনের সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।