সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেশরায় ঐতিহ্যবাহী এইচএমএস স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন”

নিজস্ব প্রতিনিধি।।
জানুয়ারি ২২, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগরে ঐতিহ্যবাহী এইচএমএস স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
তিনটি স্তরে কমিটি গঠিত হয়েছে। মুড়াগাছা গ্রামের কৃতি সন্তান ডাক্তার আব্দুস সালাম কে প্রধান পৃষ্ঠপোষক করে ৯ সদস্যের পৃষ্ঠপোষক কমিটি গঠন করা হয়েছে।
পৃষ্ঠপোষকদের তালিকায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের নাম রয়েছে।অন্যান্যদের মধ্যে রয়েছেন কয়রা জায়গীরমহল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অজিয়ার রহমান, খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির অপু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন লালটু, আবুল কালাম আজাদ বাবলু , শাহাদাত হোসেন সবুজ ও আবুল হাসান খোকন রয়েছেন।
তিনজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার জিয়ারুল ইসলাম বাবু সমাজসেবা বিভাগের কর্মকর্তা রোকনুজ্জামান বকুল এবং উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী রয়েছেন।
খেশরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার মইনুল ইসলাম প্রধান উপদেষ্টা হিসেবে কমিটির অনুমোদন করেন।
উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মহাতাব উদ্দিন বর্তমান চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লালটু,এসএমএস মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এমএম মোবারক হোসেন ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকির হোসেন জোয়ারদার,বিএনপি নেতা আরশাদ আলী সরদার সোহরাব গাজী, মিজানুর রহমান গোলদার শেখ অলিউর রহমান, মাস্টার রবিউল ইসলাম,ইউপি সদস্য সামসুল হক মোড়ল,সামছুল হুদা পল্টু ।
নির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং খেসরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী আব্দুল গাফফার সিনিয়র সহ-সভাপতি মাস্টার হাসিবুর রহমান হাসিব সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান সাগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজমির হোসেন সোহাগ মেজবাহুর রহমান নাহিদ এহসানুল ইসলাম শিথিল, সহ-সভাপতি নাদিম মাহমুদ প্রিন্স প্রমুখ এবং শেখ আব্দুল মালেক কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান হাসিব বলেন খেসরা ইউনিয়নের একটি পুরাতন সামাজিক ও সংস্কৃতি সংগঠন হিসেবে এসএমএস ক্লাবের সুখ্যাতি রয়েছে ।আগামীতে যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা যায় সেটাই আমাদের চেষ্টা থাকবে।। সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর বলেন তরুণরা অনেক ক্ষেত্রে খেলাধুলা শরীরচর্চা এবং সুস্থ বিনোদন থেকে অনেকটা দূরে সরে গেছে।। অনেকেই নেশা এবং অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। এজন্য এই ক্লাবের মূল লক্ষ্য থাকবে তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ব্যস্ত রাখা। নিয়মিত খেলাধুলার আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান করা ধর্মীয় অনুষ্ঠান করা বৃক্ষরোপণ গ্রামের অপেক্ষাকৃত দরিদ্র মানুষ আছেন যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদেরকে অন্তত মাসে দুইবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা করানোর ব্যবস্থা করা যায় সেই প্রচেষ্টা থাকবে। ডাক্তার আব্দুস সালাম এবং ডাক্তার হুমায়ুন কবির অপু সহ অন্তত ১০ জন ডাক্তার আমাদের গ্রামের কৃতি সন্তান রয়েছেন সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে কেউ যেন বিনা চিকিৎসায় না ভোগে। ক্লাবের নবনিযুক্ত যুগ্ম সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহুর রহমান নাহিদ বলেন খেশরা ব্লাড ব্যাংকের পরিচালক হিসেবে আমাদের যথেষ্ট সামাজিক কর্মকান্ড পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের একটা অভিজ্ঞ টিম রয়েছে। ক্লাবের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের সামাজিক কর্মকান্ড আরো বেশি গতিশীল হবে বলে আশা করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য কমিটি তে স্থান পেয়েছেন তাদের বেশির ভাগই পেশাজীবী, শিক্ষক,ব্যবসায়ী এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।