সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিচুলী গাদা থেকে নবজাতক শিশু উদ্ধার

কামাল হোসেন।
জানুয়ারি ২৫, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে বিচুলী গাদা থেকে সদ্য নবজাতক এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার সুজনশাহ গ্রামের মাহাবুবুর রহমানের বাড়ির পাশের খড়েরগাদা থেকে শিশুটি উদ্ধার করা হয়।
বর্তমানে শিশুটি মাহাবুবুর রহমানের বাড়িতে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত নবজাতক শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
ইসলামকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. খোশরুল আলম জানান, শুক্রবার রাতে কে বা কারা মাহাবুবুর রহমানের বাড়ির পাশে শিশুটিকে বিচুলি গাদার (খড়) উপর রেখে চলে যায়। এশার নামাজের পরে ফুটফুটে নবজাতক কন্যা শিশুটিকে কাঁদাতে দেখে ওই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বর্তমানে শিশুটি মাহাবুবুর রহমানের বড় ছেলে শেখ মোস্তফার কাছে রয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, শিশুটি বর্তমানে শেখ মোস্তাফা নামে এক ব্যক্তির কাছে রয়েছে। তারাই বর্তমানে তাকে দেখভাল করছে। কেউ দত্তক নিতে চাইলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিশুটি হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।