শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু!

নিউজ ডেস্ক :
জানুয়ারি ২৭, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গত ২৭ জানুয়ারী খুলনা থেকে সময়ের খবর পত্রিকা সহ একধিক প্রত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কপিলমুনি-কানাইদিয়া খেয়া দখলে বাঁধা, লিটুর সন্ত্রাসী বাহিনীর হাতে আহত ৪ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। যে ঘটনার সাথে আমার আদেও সম্পৃক্ততা নেই। ঘটনার দিন আমি ঢাকাতে ছিলাম। প্রকৃত ঘটনা হলো, একটি ভ্যান পারাপারে অতিরিক্ত ভাড়া চাওয়া কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিমাংসার জন্য এগিয়ে গেলে তার উপরে হামলা চালায়। সে মারাত্বক আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন। আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে পরপর ৩ বার সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই বা লুটপাটেরও কোনো ঘটনা ঘটেনি। একটি কুচক্রী মহল আমার সুনাম নষ্ট করা জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে সংবাদ প্রচার করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনীত
এম মফিদুল হক লিটু,
চেয়ারম্যান, জালালপুর ইউনিয়ন পরিষদ,
তালা, সাতক্ষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।