চাঁদাবাজি মামলায় তালা উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুর রব আটক হয়েছে। বৃহস্পিতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলার হাজরাকাটি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। বিষটি নিশ্চিত করেছেন তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান।
তালা থানার পুলিশ জানান, গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে একটি চাঁদাবাজী মামলায় তাকে আটক করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর রাতে বিএনপি নেতা আব্দুল আলিম ২৭ জন নামীয় আসামী সহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তালা থানা মামলা নং-৯।
এ বিষয়ে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, একটি চাঁদাবাজি মামলায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।