সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামকাটীতে দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কামাল হোসেন।
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালার ইসলামকাটী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অধীনে লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকদের কাজের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৩ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ প্রশিক্ষণে লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক অংশ গ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে কলারোয়া উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ ইমরুল হাসান, আশাশুনি উপজেলার সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী ও ইসলামকাটী উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ মাহমুদুর রহমান প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় দলিল লেখকদেরকে রেজিষ্ট্রেশন আইন, ভূমি আইন, ভূমি হস্তান্তর আইন,তামাদি আইন,আয়কর বিধিমালা,রেজিষ্ট্রেশন বিধিমালা,ভ্যাট সংক্রান্ত বিষয় গুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যানোর মাঝে ইসলামকাটী সাব-রেজিস্ট্রার অফিসের হেডক্লার্ক প্রভাষ কুমার মন্ডল, স্থায়ী মোহরার মীর রফিকুজ্জামান সান্টু,স্থায়ী মোহরার মিতালী খাতুন,টিসি মোহরার শেখ সালাউদ্দিন ও দলিল লেখকদের মধ্যে শেখ মনিরুজ্জামান,বিকাশ রঞ্জন মজুমদার, আব্দুস সালাম,আব্দুল হাই, আব্দুর রাজ্জাক সহ ইসলামকাটী সাব রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে কর্মশালা শুরু হয়। পরে ইসলামকাটী সাব রেজিস্ট্রার অফিসে সকল স্টাফ, দলিল লেখক ও নকল নবীশদের পক্ষ থেকে উপস্থিত সাব রেজিস্ট্রারদেরকে ফুল দিয়ে বরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।