সাতক্ষীরার তালায় “দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় দূর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০ এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রোকৌশলী কৌশিক রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এরপর তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব-ষ্টেশনের কর্মকর্তা আব্দুল হান্নান ও টিম লিডার উবায়দুল্লাহ নেতৃত্বে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
##