রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন

হাফিজুর রহমান শিমুলঃ
এপ্রিল ২, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষান মজদুর ইউনাইটেড একাডেমীর ৬০ বছর পূর্তি সম্মিলন প্রাণের মাঝে আয় শীর্ষক পুনর্মিলনী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ-২৫) সকাল ১১টায় কৃষান মজদুর একাডেমীর মাঠে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান মুকুলের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি সম তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। উদ্বোধক ছিলেন সাবেক চেয়ারম্যান দর্শন বিভাগ ও প্রভোস্ট বেগম খালেদা জিয়া হল এবং জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ডা. মুনজুর এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহাসিন কলেজের প্রফেসর ডা. এ কে এম আব্দুর রহমান, প্রফেসর অলক কুমার ব্যানার্জী, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সাতক্ষীরা জেলার তথ্য অফিসার জাহারুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাস, সাবেক অধ্যক্ষ আশেক ই- এলাহী, সাবেক জেলার সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ব্যাংক কর্মকর্তা আব্দুল আজিজ, প্রবিন শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস প্রমুখ। এছাড়াও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ফতেপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাওয়ান হারুন, রুস্তুম আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারেক, রামনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সরদারসহ সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বর্ণাঢ্য র‍্যালী, জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।