শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ

কামাল হোসেন :
এপ্রিল ১৫, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা সদরের ভায়ড়া গ্রামের মৃত্য মেছের আলী বিশ^াসের ছেলে আব্দুল মাজিদ বিশ^াসের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নুর উদ্দীন বিশ^াসের বিরুদ্ধে। সে ওই গ্রামের আফাজউদ্দীন বিশ^াসের ছেলে। জমি মাপজরিপের পরেও জমি ছাড়তে রাজি হয়নি। ক্ষমতার বলে জোর পূর্বক দখলে রখেছেন।
সোমবার (১৪ এপ্রিল) সকালে স্থানীয় আমিন দিয়ে ইউপি সদস্য আসাদুজ্জামানের উপস্থিতিতে মাপ জরিপ করা হলেও তিনি মেনে নেননি। সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কারো কথা মানছেন না এবং জায়াগাও ছাড়বেন না।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভায়ড়া কারিগর পাড়ায় ইটের সোলিং রাস্তা সংলগ্ন উন্মুক্ত জমিতে গরুর ফার্মের গবর সহ বাড়ি সকল ময়লা ফেলা হচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এমনকি দূর্গন্ধে এলাকায় বসবাস করার অনুপোযোগী হয়ে পড়েছে।
জমির মালিক আব্দুল মজিদ বিশ^াস বলেন, ভায়ড়া মৌজার ৯৪৬ নং দাগে আমার পিতা ৩৫ শতক জমি ক্রয় করেন। পিতার মৃত্যুর পরে আমার পারিবারিক অনুবিধার কারণে নুরউদ্দীন বিশ^াসের কাছে তিন শতক জমি বিক্রয় করি। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন সময়ে জোর পূর্বক সাড়ে ৫ শতক জমি নেতাদের ভয় দেখিয়ে গায়ের জোরে দখল করে নেয়। এখন সেই জমি সহ সকল জমিতে গরুর ফার্মের ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে। আমার ছোট ভাই ঐ জায়গায় বসতবাড়ি তৈরী করবে সে কারণে আজ মাপজরিপ করা হয়েছে। নুরউদ্দীনের বাড়ির মধ্যে ২.৫০ শতক জমি রয়েছে। এখন ঐ জমি সে ছাড়বে না হুঙ্কার দিচ্ছে। মাপজরিপ করার সময় ইউপি সদস্য আসাদুজ্জামান উপস্থিত ছিলো। তার কথাও সে মানছে না। জমি উদ্ধারের জন্য থানায় বসাবসি করেও মিমাংসা হয়নি।
ইউপি সদস্য আসাদুজ্জামান বলেন, সোমবার সারা দিন ঐ জমি আমি উপস্থিত থেকে মাপজরিপ করেছি। নুরউদ্দীনের বাড়ির মধ্যে মজিদ বিশ^াসের জমি আছে। অতি শীঘ্রই থানায় বসাবসি করে মিমাংসার উদ্যোগ নেয়া হবে।
##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।