বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জেলা সিএসও হাব উদ্বোধন

তাপস সরকার
মে ৬, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় সিএসও হাব-সাতক্ষীরা জেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন প্রশিক্ষণ কক্ষে
বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে ও সুশীল প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের ম্যানেজার মৌসুমী বিশ^াস। ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, হাব’র সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপদেষ্টা মাধব দত্ত, শ্যামল কুমার বিশ^াস, গোবিন্দ ঘোষ,সুশীল প্রকল্পের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান, অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সুমা সরকার, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, তাপস সরকার, আমরা বন্ধুর প্রান্ত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।