শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিআরডিবির আয়োজনে গাভীপালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কামাল হোসেন :
জুন ২৫, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় বিআরডিবি বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গঠিত পল্লী উন্নয়ন দলের ৪০ জন সুফলভোগীদের তিনদিন গাভীপালন বিষয়ক প্রশিক্ষণ বুধবার, (২৫ জুন ২০২৫) সম্পন্ন হয়েছে।
তালা উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্তৃক এ প্রশিক্ষণ পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ পর্যায় বিআরডিবি তালা এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার। প্রশিক্ষক ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, মাঠ সহকারী মোঃ মাছাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা বিআরডিবি জি.এম আজমল হোসেন।
সমপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিআরডিবি জি.এম আজমল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।