বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ তালা উপজেলার রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সোমবার( ১৫ সেপ্টেম্বর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন। পরে তিনি হাসপাতালের বর্তমান সমস্যা সমাধানে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. জাহাঙ্গীর হোসাইন এবং তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. খালিদ হাসান নয়ন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।