বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূলে নারী কর্মীদের তৎপরতায় উজ্জীবিত বিএনপি, তালায় হাবিবের পক্ষে একজোট নারী ভোটাররা

সেলিম হায়দার :
নভেম্বর ৫, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠিত তৎপরতা, ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন কমিটি, নারী ভোটারদের মধ্যে ধানের শীষের জোয়ার


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাংগঠনিকভাবে পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের নেত্রী ও কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার ১২টি ইউনিয়নে নতুন কমিটি গঠন, কর্মীসভা, আলোচনা ও ঘরে ঘরে যোগাযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে নারী ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে আগ্রহ ও সাড়া ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তালা সফরে এসে এক কর্মী সমাবেশে বলেন, ধানের শীষ হচ্ছে জনগণের আশা ও পরিবর্তনের প্রতীক। তৃণমূলের নারী কর্মীরাই বিএনপির শক্তি। তাদের ঐক্য ও পরিশ্রমের মাধ্যমেই আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ের পতাকা তুলবে।
তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি বলেন, তালায় মহিলা দল এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সংগঠিত ও সচেতন। প্রতিটি ইউনিয়নে নারী নেত্রীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। নারী ভোটাররা পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির সঙ্গে রয়েছেন।
মাগুরা ইউনিয়ন নেত্রী শিরিনা বেগম বলেন, আমাদের ওয়ার্ড কমিটি এখন শক্তিশালী। তরুণী ও গৃহিণীরা নিজেরাই প্রচারণায় অংশ নিচ্ছেন। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু বলেন, ধানের শীষের পক্ষে নারী সমাজ এখন একজোট। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আমাদের অভিভাবক, তাকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি নিয়োগ করছি।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, শুধু সংগঠনের নেত্রী নয়, সাধারণ নারী ভোটাররাও এখন হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হলে উপজেলায় নতুন করে উন্নয়নমূলক কাজ শুরু হবে শিক্ষা, সড়ক, স্বাস্থ্য ও নারীর কর্মসংস্থানে অগ্রগতি দেখবেন মানুষ।
দলীয় সূত্রে আরও জানা গেছে, হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে অতীতে তালা ও কলারোয়া ছিল বিএনপির শক্ত ঘাঁটি। এখন আবার সেই ঘাঁটি পুনর্গঠনের পথে এগোচ্ছে মহিলা দলসহ বিএনপির সব অঙ্গসংগঠন। নারী কর্মীরা মাঠে যেমন সক্রিয়, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে মহিলা দলের এই সাংগঠনিক তৎপরতা বিএনপির জন্য ইতিবাচক বার্তা। আসন্ন নির্বাচনে নারী ভোটারদের প্রভাবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
মহিলা দলের নেত্রীদের প্রত্যাশা, তালা-কলারোয়া আসনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জনপ্রিয়তা, সংগঠনের ঐক্য ও তৃণমূলের সক্রিয়তা মিলিয়ে ধানের শীষের পক্ষে এক অনুকূল ভোটের পরিবেশ সৃষ্টি হবে।

##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।