বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :
নভেম্বর ৮, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

আনিস সভাপতি, নাহিদ সাধারণ সম্পাদক


সাতক্ষীরার তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তালার পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে পরিষদের সদস্যদের অংশগ্রহণ ও সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কলেজ শিক্ষক আনিসুর রহমানকে সভাপতি এবং এস. এম. নাহিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি পদে স্কুল শিক্ষক রেহানা পারভীন, সহ-সাধারণ সম্পাদক নন্দ কিশোর, সাংগঠনিক সম্পাদক শরীফ নেওয়াজ, কোষাধ্যক্ষ এম. এম. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম হায়দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাধুরিমা এবং সদস্য সাকিব মনোনীত হয়েছেন।
সভায় বক্তারা বলেন, পরিবেশ সচেতনতা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু পরিষদ কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।