সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্ভয়ে ধানের শীষে ভোট দিন, হাবিব ভাইকে জয়যুক্ত করুন – মফিদুল হক লিটু

সাঈদ সম্রাট, তালা :
নভেম্বর ৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

তালার জালালপুরে বিএনপি মহিলা দলের কর্মী সম্মেলন 


সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয় এক স্থানে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন বিএনপি মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভীন রুমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপি মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেসা মিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক এফ. এম. হাবিবুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

প্রধান অতিথি মফিদুল হক লিটু তার বক্তব্যে বলেন, “আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনাদের কোনো ভয়ভীতি নেই। নির্ভয়ে ধানের শীষে ভোট দিন, হাবিব ভাইকে জয়যুক্ত করুন। যদি কেউ আপনাদের ভয় দেখায় বা বাধা দেয়, আমাকে জানান—আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “যারা আগে আওয়ামী লীগকে সমর্থন করতেন, তারাও চাইলে এখন বিএনপির সঙ্গে মিলেমিশে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে পারেন।”

সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্য ও শৃঙ্খলার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।