তালা সরকারি কলেজ ফুটবল মাঠে সকল ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠটিতে প্রতিদিন সকালে ও বিকেলে স্থানীয় তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণরাও বিভিন্ন খেলাধুলা ও শরীরচর্চা করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে মাঠে বহিরাগতদের সকল ধরনের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার একমাত্র খেলার উপযোগী মাঠ হচ্ছে তালা সরকারি কলেজ মাঠ। বহু বছর ধরে এখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, অনুশীলন এবং বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। সম্প্রতি মাঠটিকে খেলার উপযোগী করতে স্থানীয় ক্রীড়ানুরাগীরা সরকারি অনুদানের অর্থে মাটি ভরাট ও সংস্কার করেন। তবে এ কাজে কলেজ কর্তৃপক্ষের কোনো সরাসরি ভূমিকা ছিল না বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় ক্রীড়ানুরাগী মীর ফুকার হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম ও সোহেল বলেন, “আমরা ছোটবেলা থেকে এই মাঠে খেলাধুলা করে আসছি। এখন কিছু স্বার্থান্বেষী মহলের কারণে মাঠে খেলাধুলা বন্ধ হয়ে গেছে—এটা খুবই দুঃখজনক।”
তারা আরও জানান, কলেজের শিক্ষক, ব্যবসায়ীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকাল-বিকেলে শরীরচর্চা ও খেলাধুলা করতে মাঠে আসেন। খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালা উপজেলার ক্রীড়ানুরাগীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন—খেলাধুলার এই প্রাণকেন্দ্রকে আবারও উন্মুক্ত করে দেওয়া হোক, পাশাপাশি তালায় একটি নিরপেক্ষ ক্রীড়া মাঠ ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হোক।
তাদের মতে, এটি শুধু খেলোয়াড়দের নয়, সমগ্র তালা বাসির প্রাণের দাবি।
