শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে বাংলা এডিশনে যোগ দিলেন মুশফিকুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি:
নভেম্বর ১২, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের নেতৃতাধীন দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মুশফিকুর রহমান

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তার হাতে পরিচয়পত্র, নিয়োগপত্র, বাংলা এডিশনের লোগোসংবলিত বুম ও উপহার সামগ্রী তুলে দেয় কর্তৃপক্ষ।

রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকতার মানোন্নয়ন, মাঠপর্যায়ের সংবাদ কাভারেজে গতি আনা এবং সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিয়োগপ্রাপ্ত হওয়ার পর মুশফিকুর রহমান বলেন, সাতক্ষীরার মানুষের খবর ও সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে বাংলা এডিশনের সঙ্গে কাজ করার সুযোগ পেরে আমি গর্বিত।

তিনি সাতক্ষীরাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।