বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তালা সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহাগ আছেন সাগরের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা হাসিবুল ইসলাম শান্ত, মেহেদী হাসান আকাশ, আতিক আশহাব সৌরভ, সাইফুল ইসলাম, রিয়াদ ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি শেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
