সাতক্ষীরা-১, (তালা-কলারোয়া) আসনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা রিটানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার যাচাই বাছাই শেষে ৬ জনের মধ্যে ৪জনের বৈধ্য ঘোষণা করেন।
বাকি দুই জনের মধ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব নামে পরিচিত এসএম মুজিবর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তার সমার্থক হিসেবে ১% ভোটারের স্বাক্ষর যাচাই করে সঠিক না পাওয়ায় বাতিল হিসেবে গন্য করেন জেলা রিটানিং কর্মকর্তা।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর মনোনয়নপত্রটি সাময়িক স্থগীত করেন। তার সাজাপ্রাপ্ত মামলার রায়ের কপি যাচাই সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা।
এই আসনে মনোনয়পত্র দাখিল করেছিলেন মোঃ ইয়ারুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস, মোঃ ইজ্জত উল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিয়াউর রহমান জাতীয় পাটি, মোঃ হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শেখ মোঃ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এসএম মুজিবুর রহমান স্বতন্ত্র।
