আজ ৫ জানু্য়ারি তালার প্রগতিশীল রাজনীতিবিদ প্রয়াত শিশির মজুমদারের ২৯তম মৃত্যুবার্ষিকী। শিশির মজুমদার ১৯৯৭ সালের ৫ই জানুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সকল মানুষের কাছে বড়দা নামে পরিচিত ছিলেন। তিনি বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। তালা উপজেলার শিশির মজুমদার এর বাড়িতে বিভিন্ন দলের রাজনীতিবিদ, কলেজ ও স্কুলের শিক্ষক, সমাজের গুণীজনসহ বিভিন্ন শ্রেণীর মানুষের যাতায়াত ছিল ও চায়ের আড্ডা বসতো। তিনি ছিলেন শিক্ষানুরাগী। তিনি তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সন্মানিত সদস্য ছিলেন। প্রয়াত শিশির মজুমদার এর বাড়িতে থেকে বহু ছাত্র ছাত্রী পড়াশোনা করেছেন এবং তাদের সবাই এখন সমাজে প্রতিষ্ঠিত। প্রয়াত শিশির মজুমদার এর বড় নাতি গৌতম কুমার ঘোষ এর ঐকান্তিক প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় ২০১৩ সালের ৫ জানুয়ারী শিশির মজুমদার স্মরণ সভা তালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হয়। প্রয়াত শিশির মজুমদার ছেলে, মেয়েরা, জামাই ও নাতিরা তাকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করবে। এব্যাপারে তার বড় নাতি গৌতম কুমার ঘোষ সকলের সহযোগিতা কামনা করছে।
