বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় উন্নয়নে নাগরিক সভা, পৌরসভা ও উপজেলা প্রস্তাবে সমর্থন হাবিবুল ইসলাম হাবিব

কামাল হোসেন :
জানুয়ারি ৯, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

এসো উন্নত তালা গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানে শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করার প্রস্তাবনার প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, তালার উন্নয়নে তিনি সবসময় পাশে ছিলেন এবং থাকবেন।

উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাস-এর পরিচালক শেখ ইমান আলী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান । উন্নয়ন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণ-এর দিলীপ সানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক আবু হাসান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুখ জোয়ার্দার, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনসহ সাংবাদিক বাবলু রহমান, মোতাহিরুল হক শাহিন, মিজানুর রহমান এবং তালা উন্নয়ন কমিটির সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।