বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

এস. এম. মোতাহিরুল হক শাহিন, তালা :
জানুয়ারি ১৩, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

“এসো উন্নত তালা গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে তালা সদর উন্নয়ন নিয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। তিনি বলেন, তালা উন্নয়ন কমিটির উত্থাপিত দাবি ও প্রস্তাবগুলো তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। নির্বাচিত হলে পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। একই সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার সব নাগরিকের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি জানান। তালার উন্নয়নে অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দেন তিনি। সভায় তিনি পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভা করার প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম ও উত্তরণ-এর দিলিপ সানা। সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সাস-এর পরিচালক ইমান আলী, তালা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিমসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান, মুক্তি পরিষদের সুনন্দা ভদ্র, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমান আলী সরদার, অধ্যাপক আবু হাসান, সহকারী অধ্যাপক অচিন্ত সাহা, ডা. জাকির হোসেন, সাংবাদিক ও উন্নয়ন কমিটির সদস্য গাজী জাহিদুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার,সেকেন্দার আবুজাফর বাবু,সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।